সৌদি আরব সময় ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০ টায় রিয়াদের আল ওয়াফি পার্টি সেন্টারে ৫২বাংলা টিভির ২য় বর্ষে পদার্পণে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সহ রিয়াদে কর্মরত দেশীয় গণমাধ্যমের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন।
উল্লেখ্য, ৫২ বাংলা টিভির বর্ষপূর্তিতে এবারের প্রতিপাদ্য বিষয়- ২ বছরে পা, বিশ্বায়নে বাংলা। ৮ ফ্রেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বিশ্বের নানাদেশে এই বর্ষপূর্তি উদযাপন করা হবে।