বড়লেখার পাহাড়ি জনপদ উত্তর চান্দপুর গ্রামের একমাত্র জামে মসজিদ হচ্ছে -বায়তুল জান্নাত জামে মসজিদ। মুসল্লিদের নামাজের স্থান সংকুলন না হওয়াতে মসজিদটি প্রসারিত করার লক্ষ্যে
পুনঃনির্মাণ জরুরী হয়ে উঠে।এরই লক্ষ্যে ২০১৮ সালের ৩০ জানুয়ারী মসজিদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গ্রামবাসী। কিন্তু ৩ বছর অতিবাহিত হয়ে গেলেও গ্রামবাসী মসজিদের কাজ এগিয়ে নিতে পারছেন না টাকার অভাবে। এ পর্যন্ত ১০ লক্ষ টাকার নির্মাণ কাজ হয়েছে।
১ম তলার ছাদ ঢালাইসহ ও অবকাঠামো কাজ সমাপ্ত করতে আরোও ৯০ লক্ষ টাকার প্রয়োজন। নির্মাণ প্রকৌশলী ও মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮০০০ বর্গফিট জায়গার উপর দুইতলা ফাউন্ডেশনের ১ম তলার মোট নির্মাণ ব্যয় হবে ১ কোটি ।গ্রামের লোকজন বেশীরভাগ দিন মজুর হওয়াতে মসজিদে দানের পরিমাণও কম। ফলে মসজিদের নির্মাণ কাজ আটকে আছে। রোদ- বৃষ্টি মোকাবেলা করে, দীর্ঘ ৩ বছর থেকে, প্রতিদিন কষ্ট নিয়ে মুসল্লীরা নামাজ পড়ছেন ।
বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জব্বার জানিয়েছেন, মসজিদটির ছাদ ঢালাইসহ প্রথম তলা নির্মাণে ৯০ লক্ষ টাকার প্রয়োজন। তিনি- দেশে এবং বিশেষ করে, প্রবাসীদের প্রতি অত্যন্ত পশ্চাদপদ গ্রামের একমাত্র জামে মসজিদটি নির্মাণে মুক্ত হস্তে দান করার অনুরোধ করেছেন।
সেক্রেটারি মো. সুনাম উদ্দিন ও সহ সেক্রেটারী মো. মাসুম আহমদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, সেখানে, প্রবাসীদের অবদান রয়েছে।বাকী কাজ সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার অনুরোধ করছি।
সদকা প্রেরণের হিসাব নং: 20507770288273706
ইসলামী ব্যাংক বাংলদেশ লি:
উত্তর চান্দপুর বায়তুল জান্নাত জামে মসজিদ
শাহবাজপুর এজেন্ট ব্যাংকিং, বড়লেখা,মৌলভীবাজার।
মসজিদ কর্তৃপক্ষের বিকাশ বিকাশ নাম্বার:01812631912
এছাড়াও সার্বিক যোগাযোগ করতে পারবেন বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি 01610657361 এই নাম্বারে।