সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানঁ বৃহস্পতিবার (৯ জানুযারী) রাত ৮টায় সিলেটের লাইফ কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের জানাজা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
জানাজাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার বাড়ীর পাশে ইসলামপুর ঈদগাহের মাঠের পাশে তাঁকে দাফন করা হয়।উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সহ উপজেলা, ইউনিয়নের শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন