বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে বার্সেলোনার বাংলাদেশীদের পরিচালিত একমাত্র স্কুল বার্সেলোনা বাংলা স্কুল।
স্থানীয় সময় রবিবার বিকাল ৬ ঘটিকায় বার্সেলোনা বাংলা স্কুলের হল রোমে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান।
স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা স্কুলের সভাপতি আলা উদ্দিন হক নেসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতালয়ের বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলর সিনিয়র রামন পেদ্রো। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির উপদেষ্টা মো.আউয়াল ইসলাম ।
১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বাংলা স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহ আলম স্বাধীন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বাংলা স্কুলের শিক্ষিকা জিনাত শফিকের প্রানবন্ত সঞ্চালনায় শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কবিতা আবৃত্তি,নাচ,গাণ, নৃত্য,ছবি আঁকা,অভিনয় ও যেমন খুশি তেমন সাজ।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার চৌধুরী,কাজী আমির হোসেন আমু,শফিক খান,উত্তম কুমার,শিমুল চৌধুরী,মনিরুজ্জামান সুহেল,শিপলু রাজ,জাকির হোসেন,বন্ধু সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার ও সাধারণ সম্পাদক মনিকা আক্তার সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কণ্ঠ: সুমু মির্জা