ভেনিসে নৌকা প্রতীকের জন্য নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলান থেকে ৫২বাংলা প্রতিনিধি নাজমুল হোসেন জানান- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিজয়ী করার লক্ষে ১৫ ডিসেম্বর শনিবার ইতালির ভেনিসে বসবাসরত নৌকা সমর্থিত প্রবাসীরা নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে। নৌকা প্রতীকের নেতাকর্মীদের স্লোগাণে স্লোগাণে মুখরিত হলরুমে ভেনিস আওয়ামী লীগের সহ সভাপতি আল মামুন ঢালী এর সভাপতিত্বে সুহেলী আক্তার বিপ্লবী ও আকবর হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনকোনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মজিবুর রহমান সরকার। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান পাঠান।
নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিক ছৈয়াল, ভৈরব পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল মান্নান,ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,আওয়ামী লীগ নেতা আব্দুল বারী,মহসিন আহমেদ সহ স্থানীয় আওয়মীলীগের নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য সকল প্রবাসীকে নিজ নিজ এলাকায় আত্বীয়-স্বজন সহ পরিবারের কাছে নৌকা প্রতীকের ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
কণ্ঠ: শতরুপা চৌধুরী