এলসিবি ম্যানচেষ্টারের ( ল্যাংগুয়েজ এন্ড কালচার অব বাংলাদেশ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে এলসিবি’র স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ম্যানচেষ্টারে ফালোফিল্ড লাইব্রেরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলসিবি’র অন্যতম সমন্বয়ক নাজমা ইয়াসমিনের স্বাগতিক বক্তব্যের মধ্যি দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। ব্যতিক্রমি আয়োজনের গোটা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাছলিমা আখতার, নুরানা হামিদ, সাবিনা ইয়াসমিন, ইফফাত শারমীন মিথুল ও নাজমা ইয়াসমিন।
এরপর ‘আমাদের বিজয়’ নামের গীতি নাট্য দিয়ে সাজানো হয পুরো অনুষ্ঠান। নৃত্য আর গানের মধ্যি দিয়ে বাংলাদেশের বিজয়কে তোলে ধরা হয় এ অনুষ্ঠানে। গীতি নাট্য পরিবেশনায় ছিল ব্রিটেনে বেড়ে উঠা লাভিবা, বুশরা, রাইদা, আরীফিন, হাবিবা, আমিরা, আদিয়ান, তুষা, তাওসীফ, আবরার, জারীফ, স্বাধীন, আদৃতা, সাফোয়ান, রীশব, লিয়ানা, রাকা, রাইয়ান, আদীব, সাইরা, ইলম, প্রিময়, প্রভাত, ইমতিয়াজ। এছাড়া ছিল বিজয় নিয়ে তরুনী নাহদার আবেগময় নৃত্য।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ ফজল,সাবিনা ইয়াসমিন ও ইফফাত শারমীন মিথুল । দেশের গান পরিবেশন করেন ফিদা সারোয়ার নোমান। সম্মানীত অথিতি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাওয়েদ ইকবাল মজুমদার। গীতি আলেখ্যের মিউজিক কম্পোজে ছিলেন আদিব আলম। পুরো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের জিত্র ধারনে ছিলেন আবান জাওয়েদ।
অনুষ্ঠানে শুরুতে ম্যানচেষ্টারের সমাজ-সংস্কৃতিতে কাজ করা তিন জন মানুষকে সম্মান জানানো হয় এলসিবির পক্ষ থেকে। সাংবাদিক-কলামিস্ট ফারুক যোশী, জিএমবিএ’র সাবেক চেয়ারম্যান কমিউিনিটি একটিভিস্ট মুহিবুর রহমান বাবু ও বর্ষিয়ান কমিউনিটি একটিভিস্ট সংস্কৃতি কর্মী মিসেস ফাতেমা আহসানুল্লাহকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় অনুষ্ঠানে।