মঙ্গলবার, ২৮ জুন ২০২২ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবীতে  আলতাব আলী পার্কে সমাবেশ অনুষ্ঠিত  » «   পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্পেনে দূতাবাসের বিশেষ আয়োজন  » «   পদ্মা সেতুর স্মারক নোট বাজারে আসবে রবিবার  » «   পদ্মা সেতুর জন্য অভিনন্দন বিশ্বব্যাংক প্রতিনিধির  » «   অদম্য বাংলাদেশ, খুলল পদ্মার দ্বার  » «   আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই: প্রধানমন্ত্রী  » «   রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মাদ্রিদে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত  » «   বিশ্বনাথে মায়ের কোল থেকে ভেসে গেল শিশু, ৫ জনের মৃত্যু  » «   লন্ডনে বিশ্বসাহিত্য কেন্দ্র ইউকের বিশ বছরপূর্তি উদযাপন  » «   মধ্যপ্রাচ্যের প্রতিবাদ এবং সাধারণ জনগণ  » «   স্পেনে ঢাকা ফ্রুতাস (Frutas) এর ১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত  » «   সিলেটে বন্যা : বৃষ্টি হয়েছে নদ-নদীর পানি কমেছে  » «   সিলেটে রানওয়েতে বন্যার পানি, বন্ধ বিমানের ফ্লাইট  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে আলতাব আলী পার্কে সমাবেশ ২২শে জুন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন


৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল
অনলাইনে জমা পড়েছে ৩৯টিসংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা যায়। এর মধ্যে অনলাইনে মনোনয়ন জমা পড়েছে ৩৯টি।

এদিকে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও কোথাও কোথাও শোডাউন ও শোভাযাত্রা বা মিছিল দেখা গেছে। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর চারদিনের মাথায় কমিশন নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

এ হিসাবে বুধবার বিকাল ৫টায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়। এবারের নির্বাচনে দেশের নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের প্রায় সব দলই অংশ নিচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে। তবে, বেশিরভাগ দলই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করছে। ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেও এবারের নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই আসনে। আসন দু’টি হলো গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ)। অবশ্য রংপুর-৬ আসনে আওয়ামী লীগের হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা বর্তমানে টুঙ্গিপাড়া-৩ আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে বিজয়ী হন। পরে তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিলে সেখানে উপ-নির্বাচনে শিরীন শারমিন নির্বাচিত হন।

বর্তমানে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এগুলো হলো—বগুড়া-৬ (সদর) ও ৭ (গাবতলী-শাজাহানপুর) এবং ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া)। তবে, উচ্চ আদালতের আদেশে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া অনেকটা অনিশ্চিত থাকায় খালেদা জিয়ার জমা দেওয়া প্রতিটি আসনেই দলের বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বগুড়া-৬ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিল্টন ও ফেনী-১ আসনে যুবদল নেতা রফিকুল ইসলাম মজনু।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এরশাদের পক্ষে প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন। এরশাদ বর্তমানে রংপুর-৩ আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের নির্বাচনে তিনি ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ সময়ে তা প্রত্যাহার করে নেন।

বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা ও এইচএম এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) ও ৭ (ত্রিশাল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমানে ময়মনসিংহ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদৌজা চৌধুরী নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন