সোমবার মাগরিবের নামাজের পরে স্পেনের বার্সেলোনা লতিফিয়া জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কারী মাওলানা ময়নুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আল ইসলাহ বার্সেলোনার সভাপতি গিয়াস উদ্দিন।
প্রধান অতিথী ছিলেন উলামা সোসাইটি ইউ,এস,এর সভাপতি মাওলানা জালাল সিদ্দীকি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউ,কে এর জেনারেল সেক্রেটারী মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথী ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউ,কে শাখার জয়েন্ট সেক্রেটারী হযরত মাওলানা এম,এ কাদির আল হাসান,লুটন ইউ,কে জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ বশির উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। এসময় আমন্ত্রীত অতিথী হিসেবে ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, স্পেন শাখার সহ সভাপতি মুফতি মাওলানা আব্দুল জলিল সহ আনজুমানে আল ইসলাহ স্পেন এবং বার্সেলোনা শাখার সকল নেতৃবৃন্দ ।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সকল মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ মোনাজাত করা হয় ।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় । অতিথীদের উপস্থিতিতে এবং আল ইসলাহ বার্সেলোনা শাখার সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিঠির ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথী আনজুমানে আল ইসলাহ ইউ,কে এর জেনারেল সেক্রেটারী হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী,সাবেক সভাপতি মোঃগিয়াস উদ্দিনকে সভাপতি বহাল রেখে সাধারন সম্পাদক পদে নিয়োগ দেন কারী মাওলানা ময়নুল ইসলাম’কে।