বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্কাউটের সিলেট অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বাংলাদেশ স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর ৪৯তম বার্ষিক সাধারণ কাউন্সিল বঙ্গভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোহাম্মদ আবদুল হামিদ। পরে সভায় অতিথিদের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী । এ অনুষ্ঠানে স্কাউটিং এ অসামান্য অবদানের জন্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সারাদেশে মোট ২৪ জন স্কাউটারকে স্কাউটিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” এবং ২৪ জন স্কাউটারকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” প্রদান করা হয়।