সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো বৃদ্ধি করতে দূতাবাসের পাশাপাশি কমিউনিটিকে কাজ করতে হবে। এ জন্য সকল প্রবাসিকে সচেতন করে আইনের প্রতি শ্রদ্ধা বাড়ানো এবং নিজেদের কাজ দিয়ে আমিরাত সরকার সহ বিদেশিদের সুনাম কাড়তে হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বাংলাদেশ সমিতির শারজাহ শাখায় কনসুলেট সেবা উদ্বোধনকালে এ কথা বলেছেন বাঙলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ সমিতি বাংলাদেশি প্রবাসিদের জীবনমান উন্নয়নে কাজ করার ব্রত নিতে হবে।
শুক্রবার সমিতির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ বাশার। সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাসির।
শারজাহ, আজমান তথা উত্তর আমিরাতের প্রবাসিদের কনসুলেট সেবা সহজতর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি মাসের যে কোন একটি শুক্রবারে এ সেবা প্রদান করা হবে। এতদঞ্চলের প্রবাসিরা কনসুলেটে কষ্ট করে যাবার প্রয়োজন নেই। বরং কনসুলেট আসবে প্রবাসিদের সেবাপ্রদানের জন্য প্রবাসিদের দুয়ারে। কনসুলেটের একটি টিম দ্বারা পাসপোর্ট নবায়ন সহ নানাধরণের কনসুলেট সেবা প্রদান করা হবে বাংলাদেশ সমিতি শারজাহ শাকা থেকে।
বাংলাদেশি প্রবাসিদেরকে এ সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সমিতি শারজাহ শাখার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।