আসন্ন নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থনে ও বিজয় সুনিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াসে নিউ ইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার আওয়ালীগ নেতাকর্মীদের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা শহরের ওজন পার্কের এভিনিউ হলে অনুষ্টিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিবের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিয়ানীবাজারের সর্বস্থরের আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো।
বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্তরের সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মিলনমেলায় পরিণত হয়। প্রায় সকলেই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, ময়নুল ইসলাম, হাজী আব্দুশ শুকুর, আং মতিন, মহি উদ্দিন আহমদ, হাজি নিজাম উদ্দিন, মাষ্টার আব্দুশ শহীদ, সাংবাদিক মিছবা উদ্দিন,খসরুজ্জামান খসরু, মিছবা আহমেদ,মাসুদুল হক ছানু, সামসুল আবেদীন, আব্দুল হক মনিয়া, ফখর উদ্দিন, মাসুম আহমেদ, শহীদুল ইসলাম দুখু, এনাম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস টিটু, ফারুকুল হক, শামীম আহমেদ, হেলিম উদ্দিন, আব্দুল আলিম, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান রুহুল, কমর উদ্দিন, সাইকুল ইসলাম, ফজলে রাব্বী সেবুল, আং রব তুলন, নুরুল ইসলাম, জাকির হোসেন, ছরওয়ার হোসেন, আমিন উদ্দিন, রেজাউল আলম অপু, জুনেদ আহমদ, শুকুর আহমদ, রুমেল আহমদ প্রমূখ।
সভায় বক্তাগণ আগামী নির্বাচনে সিলেট ৬ আসনে যে কোন ব্যক্তিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তাঁর পক্ষে প্রবাস থেকে সর্বাত্নক সহযোগিতার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। বক্তাগন জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের প্রগতিশীল সোনার বাংলা গড়ার সংগ্রামে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বিয়ানীবাজার- গোলাপগঞ্জের উন্নয়নে অাওয়ামী লীগের ব্যাপক অবদানকে উপস্থাপন করেন এবং অসম্পূর্ণ উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে বাংলাদেশ অাওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সাবেক ছাত্রনেতাদের বক্তব্যে বিয়ানীবাজারে ছাত্রলীগ, যুবলীগের সাংগটনিক স্থবিরতা ও সাংগটনিক অন্তর্কোন্দলের বিষয়ে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু, নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও নৌকা প্রতিকের বিজয়ের স্বার্থে সকলেই ঐক্যবদ্ধ থাকার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। সভায় প্রবাস থেকে নির্বাচনী কর্মকান্ডে সহযোগিতার ভিবিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। সভায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নানারকম বিশৃংখল কর্মকান্ড নিয়ে প্রবাসী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে নিউ ইয়র্কস্থ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একই লক্ষে মতবিনিময়ের উদ্যোগ গ্রহন করা হয় এবং এ লক্ষে একটি কমিটি গঠন করা হয়।