বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের নানা দেশের সাথে পাল্লা দিয়ে সম্ভাবনা ও পজিটিভ দিকগুলোকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি।
‘বাংলাদেশের সামাজিক ও অর্থনীতি দিকগুলো অনেক দূর এগিয়ে গিয়েছে’ বলে উচ্চারিত হচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের সেরা সমাজবিজ্ঞানীদের মন্তব্যেও।’
‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রার প্রেক্ষাপট’ শীর্ষক দুবাইয়ে আয়োজিত সেমিনারে এসব বলেছেন বক্তারা।৮ সেপ্টেম্বর শনিবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে উদ্বোধনী কথা রাখেন প্যান এশিয়া মিডিয়া গ্রুপের সিইও সাংবাদিক সাইফুর রহমান ।
১৯৭১ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের সব ক্ষেত্রে আশা উন্নয়ন নিয়ে মূলবক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান।
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ উপযুক্ত সব সুযোগ নিয়ে বক্তব্য রাখেন দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ডক্টর এ কে এম রফিক আহাম্মেদ।
এ সময় বাংলাদেশের উন্নয়ন ও প্রগতি নিয়ে আরো বক্তব্য রাখেন ইন্ডিয়ান ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারের চেয়ারম্যান সুদেশ আগারওয়াল, দুবাই মিউনিসিপ্যালিটির প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর রেজা খান ও আল হারামাইন গ্রুপস এর চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির।
ডক্টর জিনাত রেজার সঞ্চালনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা শীর্ষক প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেইন, প্রফেসর ডক্টর হাবিবুল হক খন্দকার, নারী উদ্যোক্তা কাজী গুলশান আরা ও ভারতীয় উদ্যোক্তা রুদ্র দাস গুপ্ত। বাংলাদেশের এফডিআই এর কেস স্টাডি নিয়ে বক্তব্য রাখেন নেসার খান।
পরে ইঞ্জিনিয়ার এস এ মোর্শেদ এর সঞ্চালনায় বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনায় অংশনেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিসনেস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী বাবুল, ব্যাংকার মুনীর শাহাবুদ্দীন, ফয়সাল ভাহেদিন ও কাজী মোহাম্মদ হোসেইন। অনুষ্ঠানে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প বিদেশী কুটনৈতিকদের কাছে উপস্থাপন করা হয়।