রবিবার, ২৩ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «   ঈদে টানা ৯ দিনের ছুটিতে দেশ  » «   সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই  » «   ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «  

সম্মানজনক ডক্টরেট ডিগ্রী লাভ করায় জিএসসির পক্ষে থেকে জাকির খানকে সংবর্ধনা



কমিউনিটির সেবা ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ অবদান রাখায় ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে সম্প্রতি সম্মনজনক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডাইরেক্টর জাকির খান। তার এই সম্মানজনক ডক্টরেট ডিগ্রী অর্জন করায় গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

৮ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। ভাইস চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার জোসনা ইসলাম, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, মা ও শিশু বিশেষজ্ঞ ডক্টর জাকি রেজোয়ানা আনোয়ার, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কাউন্সিলার সদরুরজ্জামান খান, কাউন্সিলার ফয়জুর রহমান।

এছাড়াও আরও বক্তব্য রাখেন-জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সাউথ ইস্ট রিজিওনের সহ ভাপতি আবুল কালাম, বিটিএ জয়েন্ট সেক্রেটারী ডক্টর রওয়াব উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন ।

সভায় সংবর্ধিত অতিথিকে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী, ট্রেজারার সুফী সুহেল আহমদ, সহসভাপতি মামুনুর রশীদ ও মাওলানা আব্দুল কুদ্দুস ।

জিএসসি ইস্ট লন্ডন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন শাখার চেয়ারপার্সন এম এ গফুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিক কুটি, তাজ উদ্দিন, সালেহ আহমদ ও ছুরুক মিয়া ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি নেতা নুর বক্স, শেখ ফারুক আহমদ, হাবিবুর রহমান মালিক, জয়দেব শেখর রায়, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, দরবেশ চৌধুরী, দুদু মিয়া, আবু সুফিয়ান, নজরুল ইসলাম, সেলিম আহমদ, আমির হোসেন, ফারুখ মিয়া, জগম্বর আলী, নূর আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন-ড. জাকির খান দীর্ঘদিন থেকে কমিউনিটি মানুষকে সার্ভিস দিয়ে আসছেন । বিশেষ করে তরুণদের উৎসাহিত করতে তিনি সব সময় একজন রুল মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন । তার কাছ থেকে তরুণরা উৎসাহিত হয় । অসংখ্য কমিউনিটি সংগঠন তার কাছ থেকে উপকৃত হয়েছে। মি. খানের এই সম্মান কাজ ও কর্মের ফল ।

সভায় সংবর্ধিত অতিথি ড. জাকির খান সবাইকে এক হয়ে কমিউনিটির সেবায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন-এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এ অর্জন কমিউনিটির সবার। আজ আমাদের বাঙালি কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত, নিজেদের ভেতরের বিভক্তি ভেঙে আমাদের ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে যেতে হবে।

সভায় জিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ডক্টর জাকির খানকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন