ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৫ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 13

ভূমিকম্প

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সিলেট অঞ্চলে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূকম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকায়।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। পাঁচ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূকম্পন সিলেট অঞ্চলে কম্পন সৃষ্টি করে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ৩০ কিলোমিটার।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টায় ফেসবুকে নিশ্চিত করেছেন, এই ভূমিকম্প দুটির ঘটনা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় সংঘটিত হয়েছে।

পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে এবং তা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ঘটেছে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং তা ৩০ কিলোমিটার গভীরে।

তিনি আরও বলেন, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকেও তথ্য পাওয়া গেছে, যার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে আজকের এই ভূকম্পন সিলেট জেলায় উৎপত্তি করেছে।

এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক ভূ-তাত্ত্বিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, তবে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এছাড়া ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।

এর আগে ও পরে পার্শ্ববর্তী অঞ্চলেও ভূকম্পন রেকর্ড হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

৫ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার

আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

দেশের সিলেট অঞ্চলে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূকম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকায়।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। পাঁচ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূকম্পন সিলেট অঞ্চলে কম্পন সৃষ্টি করে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ৩০ কিলোমিটার।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টায় ফেসবুকে নিশ্চিত করেছেন, এই ভূমিকম্প দুটির ঘটনা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় সংঘটিত হয়েছে।

পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে এবং তা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ঘটেছে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং তা ৩০ কিলোমিটার গভীরে।

তিনি আরও বলেন, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকেও তথ্য পাওয়া গেছে, যার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে আজকের এই ভূকম্পন সিলেট জেলায় উৎপত্তি করেছে।

এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক ভূ-তাত্ত্বিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, তবে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এছাড়া ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।

এর আগে ও পরে পার্শ্ববর্তী অঞ্চলেও ভূকম্পন রেকর্ড হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।