২১শে নভেম্বর পর্যন্ত ইউএস-কানাডা বর্ডার বন্ধ
- আপডেট সময় : ০৫:৫২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / 922
আরো এক মাসের জন্য বন্ধ ইউএস-কানাডা বর্ডার আবারো এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো ইউএস-কানাডা বর্ডার। অপ্রয়োজনীয় কাজে কিংবা ভ্রমণপিপাসুদের জন্যে মূলত আগামী ২১শে নভেম্বর পর্যন্ত ইউএস-কানাডা বর্ডার বন্ধ ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেন, আমরা বর্ডার খুলে দিতেই পছন্দ করি। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার খুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি। জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার এক টুইট বার্তায় ইউএস-কানাডা বর্ডার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস এর সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন বিল ব্লেয়ার। কানাডিয়ানদের নিরাপদ রাখতেই ভ্রমণের এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই ইউএস-কানাডা বর্ডারে অপ্রয়োজনীয় কাজে কিংবা ভ্রমণের এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং প্রতি মাসেই এটি আরো এক মাসের জন্য নতুন করে বহাল রাখা হয়েছে।
























