ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল ধানমন্ডি এলাকায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা-৮ আসনের প্রার্থীকে প্রকাশ্যে গুলি, নির্বাচনী পরিবেশ বানচালের ‘নীলনকশা’ বলছে বিএনপি ৩২ ঘণ্টা পর ৬০ ফুট নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 27

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ‘শিগগিরই’ আইনের আওতায় আনা যাবে বলে আশাবাদ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।” শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না—এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ‘পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে’; ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯, অথবা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের ০১৩২০০৪০০৮০ নম্বরে কিংবা পল্টন থানার ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে ‘উপযুক্ত’ পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

শরীফ ওসমান বিন হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জুলাই সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি কমিটি গঠন করেছে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামলাকারী হাদির নির্বাচনি প্রচারণার সময় তার সঙ্গে ছিল বলে সতীর্থদের ধারণা। তাদের তোলা প্রচারণার কিছু ছবিতে থাকা দুজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে কারণে প্রতি শুক্রবার তিনি জনসংযোগ কার্যক্রম চালাতেন।

এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো জীবনসংকটাপন্ন।

নিউজটি শেয়ার করুন

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার

আপডেট সময় : ০২:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ‘শিগগিরই’ আইনের আওতায় আনা যাবে বলে আশাবাদ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।” শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না—এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ‘পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে’; ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯, অথবা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের ০১৩২০০৪০০৮০ নম্বরে কিংবা পল্টন থানার ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে ‘উপযুক্ত’ পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

শরীফ ওসমান বিন হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জুলাই সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি কমিটি গঠন করেছে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামলাকারী হাদির নির্বাচনি প্রচারণার সময় তার সঙ্গে ছিল বলে সতীর্থদের ধারণা। তাদের তোলা প্রচারণার কিছু ছবিতে থাকা দুজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে কারণে প্রতি শুক্রবার তিনি জনসংযোগ কার্যক্রম চালাতেন।

এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো জীবনসংকটাপন্ন।