ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

লক্ষ্মীপুরের আ.লীগ নেতা নুর চৌধুরী নয়নের পোড়া বাড়িতে ৪র্থ বার আগুন, জিনিসপত্র লুট

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 143

নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে ফের আগুন দিয়েছে একদল যুবক।

বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় অবস্থিত নয়নের বাসভবন ‘লুবনা কটেজ’-এ অগ্নিসংযোগ করা হয়। পরে ট্রাক এনে বাসার জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এসময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক ফরহাদ হোসেনকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক হেনস্তা করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একই ভবনে আগুন লাগানো হয়েছিল। সেই থেকে পাঁচতলা বাড়িটি ফাঁকা পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে একদল লোক উত্তর তেহমনী এলাকায় সমবেত হয়। সেখান থেকে তারা সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক। গত বছরের ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেওয়া হয়, পরদিন আবারও আগুন লাগানো হয়। তখন দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান জিনিস লুট করে। এ বছরের ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে পরিত্যক্ত ওই বাড়িতে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা গোপনে বাড়িটি সংস্কার শুরু করলে, জুলাইযোদ্ধা পরিচয়ে একদল যুবক বাধা দেয়। তারা একটি দেয়াল ভেঙে মালামালে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে একই বাড়িতে চতুর্থবারের মতো আগুন দেওয়া হলো।

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক আবদুল মাজেদ বলেন, “আমরা সংস্কার কাজ করছিলাম। বিকাল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।”

সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, “আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে কয়েকজন মালামাল লুট করছিল। আমি ভিডিও করতে গেলে আমাকে গালাগাল করা হয়। পরে ছবি তুলতে চাইলে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক মারধরের জন্য তেড়ে আসে। তখন আমি সেখান থেকে চলে আসি।”

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, “লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা মীমাংসা করা হয়েছে।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “সাবেক এমপির বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। আজ আবার সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জেনেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তার ভারতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের আ.লীগ নেতা নুর চৌধুরী নয়নের পোড়া বাড়িতে ৪র্থ বার আগুন, জিনিসপত্র লুট

আপডেট সময় : ১১:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে ফের আগুন দিয়েছে একদল যুবক।

বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় অবস্থিত নয়নের বাসভবন ‘লুবনা কটেজ’-এ অগ্নিসংযোগ করা হয়। পরে ট্রাক এনে বাসার জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এসময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক ফরহাদ হোসেনকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক হেনস্তা করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একই ভবনে আগুন লাগানো হয়েছিল। সেই থেকে পাঁচতলা বাড়িটি ফাঁকা পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে একদল লোক উত্তর তেহমনী এলাকায় সমবেত হয়। সেখান থেকে তারা সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক। গত বছরের ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেওয়া হয়, পরদিন আবারও আগুন লাগানো হয়। তখন দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান জিনিস লুট করে। এ বছরের ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে পরিত্যক্ত ওই বাড়িতে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা গোপনে বাড়িটি সংস্কার শুরু করলে, জুলাইযোদ্ধা পরিচয়ে একদল যুবক বাধা দেয়। তারা একটি দেয়াল ভেঙে মালামালে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে একই বাড়িতে চতুর্থবারের মতো আগুন দেওয়া হলো।

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক আবদুল মাজেদ বলেন, “আমরা সংস্কার কাজ করছিলাম। বিকাল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।”

সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, “আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে কয়েকজন মালামাল লুট করছিল। আমি ভিডিও করতে গেলে আমাকে গালাগাল করা হয়। পরে ছবি তুলতে চাইলে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক মারধরের জন্য তেড়ে আসে। তখন আমি সেখান থেকে চলে আসি।”

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, “লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা মীমাংসা করা হয়েছে।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “সাবেক এমপির বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। আজ আবার সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জেনেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তার ভারতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।