মহিলা সংস্থা ইতালীর পিঠা উৎসব ও সঙ্গীত সন্ধ্যা
- আপডেট সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
- / 1526
পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠা নিয়ে ইতালীর রোমে নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালী পিঠা উৎসবের আয়োজনে করেছে ।
রসই রেষ্টুরেন্টে এ উৎসবে শোভা পাচ্ছিল ভাপা-পিঠা, চিতই, পুলি, পাটিসাপটাসহ আরো নানা ধরনের লোভনীয় পিঠা।
মহিলা সংস্থা, ইতালীর সভাপতি শান্তা সিকদার এর সভাপতিত্বে ও সৈয়দা মাসুদা আক্তার এর সঞ্চালনায় অতিথি বৃন্দ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু,জালালাবাদএসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম, বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মঞ্জু সহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ।
অতিথিরা বলেন, এই ধরনের আয়োজনের ফলে পিঠার ঐতিহ্য টিকে আছে এবং প্রবাসেও ছড়িয়ে পড়ছে। আয়োজনটা একদিকে যেমন দেশে পারিবারিক আন্তরিকতার ছোঁয়া রয়েছে, তেমনি রয়েছে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় ঐতিহ্য-সংস্কৃতিকে জানান দেয়ার সৃজনশীল প্রয়াস।
এসময় সংগঠনের সহ-সভাপতি জেসমিন সুলতানা মিরা ,রওশন আরা মুন্নি, সাংগঠনিক সম্পাদক রুপালী গোমেজ, উপদেষ্ঠা জামিলা মঞ্জুর, সহ সাংগঠনিক সম্পাদক জাকিয়া উল্লাহ, রুমা আক্তার, সহ দপ্তর সম্পাদক জসিলিন জুডি ফারনানডেছ, ধর্ম বিষয়ক সম্পাদক সাবরিনা ইয়াছমিন, সাংস্কৃতিক সম্পাদক লিন্ডা দেশাই সহ সাংস্কৃতিক সাম্পাদক নিশাদ সিদ্দিকা পাপড়ী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানা রহমানসহ অনেকে উৎসবে উপস্থিত ছিলেন।
সকলের সহযোগিতায় বহুভাষা ও সংস্কৃতির মানুষ ও আমাদের প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সকলেরে ঐক্যবদ্ধ কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন উৎসবে আগত অতিথি ও দর্শণার্থীরা। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


























