ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন
- আপডেট সময় : ০৩:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 50
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়, তবে টাকার ভল্ট অক্ষত থাকে।
ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, রাত ২টার পর বাইরে থেকে কাঠের লাকড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থাপককে জানান। পরে ব্যবস্থাপক ও স্থানীয়রা মিলে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে শাখা ব্যবস্থাপক কলিম উদ্দিন বলেন, “কারা আগুন দিয়েছে জানা যায়নি। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

















