বিয়ানীবাজারে নৌকা পেয়েছে মাত্র ৩ টি
- আপডেট সময় : ০৫:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / 1085
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপির মধ্যে ৩টিতে নৌকার প্রার্থীরা জয়ের মুখ দেখতে পেরেছেন। বাকি ৭ টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার আলীনগর ইউনিয়নে আহবাবুর রহমান খান শিশু (আ.লীগ), চারখাই ইউনিয়নে হোসেন মুরাদ চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী), দুবাগে প্রবাসী জালাল আহমদ (স্বতন্ত্র), শেওলায় জহুর উদ্দিন (আ.লীগ), কুড়ারবাজারে তুতিউর রহমান তোতা (আওয়ামীলীগ বিদ্রোহী), মাথিউরায় মো. আমান উদ্দিন (আ.লীগ), তিলপাড়ায় মাহবুবুর রহমান (স্বতন্ত্র/বিএনপি), মোল্লাপুরে আবদুল মান্নান (স্বতন্ত্র/বিএনপি), মুড়িয়ায় ফরিদ আল মামুন (স্বতন্ত্র/জামায়াত) ও লাউতায় দেলোয়ার হোসেন (স্বতন্ত্র/জামায়াত) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, রোববার (২৬ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের ৯৫ টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।



















