নরসিংদীতে সৃষ্ট ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্ক, মৃত্যুর খবর
- আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 102
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। শুক্রবার ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি, ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের ফলে বেলা ২টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর এসেছে। ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে ৩ জন, নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে এক বৃদ্ধ ও নারায়নগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে মৃত তিন জনের একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন ইন্টার্নি ডাক্তার। ব্যাচ SSMC 52.।
সারা দেশেই এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তি স্থলের কাছাকাছি হওয়ায় রাজধানীতে এই ভূমিকম্পের মাত্রা বেশি অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। কেউ ঘরের কোনায় দাঁড়িয়েছেন, কেউ বা বাসার ছাদে আশ্রয় নিয়েছেন, দৌড়ে সিঁড়ি দিয়ে নেমেছেন বেশিরভাগ, বয়স্ক-অসুস্থরা আতঙ্ক নিয়ে ছিলেন ঘরেই, কেউ করেছেন ভিডিও।
ভবনে ফাঁটল ধরার এবং পলেস্তরা খসে পড়ার খবর এসেছে। ঢাকার খিলগাঁও সিপাহীবাগে দুইটি ভবন হেলে গেছে।
ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আতঙ্ক-হুড়োহুড়ি, অজ্ঞান-প্যানিক অ্যাটাকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬২ জন।
ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
















