প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র এরিক অ্যাডামস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের ওই বৃষ্টিপাত ও ঝড়ের কারণে বহু ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জন এফ কেনেডি, লাগার্দিয়া ও নিউয়ার্ক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটসূচি ব্যাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মেয়র অ্যাডামস এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, “এটি ৩০ অক্টোবরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল, তার বেশিরভাগই বিকেলে মাত্র ১০ মিনিটের মধ্যে হয়েছে।”
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে রেকর্ড ৪ দশমিক ৭ সেন্টিমিটার, লাগার্দিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইনসের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতা জারি করেছে।

















