ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত জাপা’র বিভিন্ন গ্রুপ নেতাদের নেতৃত্বে ১৮ দলের নতুন জোট  জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, বলছে এনসিপি মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পেছাল দেশে তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ৭৩৪ জন বাংলাদেশকে কেন নেপাল–শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছে দিল্লি ’৭১-এ জামায়াত কী কী করেছিল, মনে রাখতে বললেন তারেক রহমান বিএনপি থেকে আসনবঞ্চিতদের নিয়ে জোট করল এনসিপি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’ অন্তর্বর্তী সরকার: টিআইবি

জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, বলছে এনসিপি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 37

জামায়াত ও এনসিপি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করছে এবং ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, গত ৭ ডিসেম্বর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে জামায়াত যে বক্তব্য দিয়েছে, তা ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বক্তব্য এনসিপি প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপির মতে, জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিহীন, রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থি এবং জনমতকে বিভ্রান্ত করার সুস্পষ্ট প্রচেষ্টা।

এনসিপির ভাষ্য, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির ধারায় ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ বার্তা বহন করে।

এনসিপির দাবি, গত ৬ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণভিত্তিক যে মন্তব্য করেছিলেন, তা ছিল সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। কারণ, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবর্ষণকারী তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে। এ ধরনের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য আড়াল ও দায় এড়ানোর নিন্দনীয় প্রচেষ্টা ছাড়া কিছু নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা, অস্ত্রনির্ভরতা এবং ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এ জন্য জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, বলছে এনসিপি

আপডেট সময় : ০৬:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করছে এবং ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, গত ৭ ডিসেম্বর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে জামায়াত যে বক্তব্য দিয়েছে, তা ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বক্তব্য এনসিপি প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপির মতে, জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিহীন, রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থি এবং জনমতকে বিভ্রান্ত করার সুস্পষ্ট প্রচেষ্টা।

এনসিপির ভাষ্য, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির ধারায় ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ বার্তা বহন করে।

এনসিপির দাবি, গত ৬ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণভিত্তিক যে মন্তব্য করেছিলেন, তা ছিল সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। কারণ, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবর্ষণকারী তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে। এ ধরনের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য আড়াল ও দায় এড়ানোর নিন্দনীয় প্রচেষ্টা ছাড়া কিছু নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা, অস্ত্রনির্ভরতা এবং ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এ জন্য জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।