গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ
- আপডেট সময় : ০৪:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 43
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোলাম আজম এবং মতিউর রহমান নিজামীকে ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করায় কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারির বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ একটি আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের একপর্যায়ে এডওয়ার্ড কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি তার বক্তব্য রাখতে গিয়ে গোলাম আজম ও মতিউর রহমান নিজামীকে ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের ‘দেশপ্রেমিক’ বলায় তাৎক্ষণিকভাবে সভাস্থলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই বক্তব্যের প্রতিবাদে এডওয়ার্ড কলেজ ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অবিলম্বে শিবির সেক্রেটারির বক্তব্যের তৎক্ষণিক প্রতিবাদ জানান। এতে সভাস্থলে হট্টগোল শুরু হয়। প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের মহান এই দিনে দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতারা অবিলম্বে এডওয়ার্ড কলেজ ছাত্র শিবিরকে তাদের এই বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।


















