ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 55

হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। ফােইল ছবি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। তিনি বলেন, ‘আজ পর্যন্ত যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনও নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।’

তিনি বলেন, ‘খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনও অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। তিনি বলেন, ‘আজ পর্যন্ত যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনও নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।’

তিনি বলেন, ‘খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনও অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।’