এবার নির্বাচনে রঙিন ব্যালট দেখবে ভোটার
সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো, গণভোটেরটি রঙিন
- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 51
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের লক্ষ্যে একটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে—সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালট ছাপা হবে রঙিন কাগজে।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত এই অধ্যাদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমেও গণভোট দেওয়ার সুযোগ যুক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন পাওয়ার পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)–সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট কীভাবে হবে তা নির্ধারণ করে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে আজ এটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আজই বা আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে।”
ব্রিফিংয়ে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে—
“আপনি জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং জুলাই সনদে উল্লিখিত সংবিধান সংস্কার–সংক্রান্ত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কি?”
ব্যালটে দুটি বক্স থাকবে—‘হ্যাঁ’ ও ‘না’। সম্মতি দিলে ‘হ্যাঁ’ এবং অসম্মতি জানাতে ‘না’ ভোট দিতে হবে।
গণভোটের প্রস্তাবসমূহ
ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত পদ্ধতি অনুযায়ী গঠিত হবে।
খ. আগামী জাতীয় সংসদ হবে দুকক্ষ বিশিষ্ট। দলের প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে।
গ. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা—জুলাই জাতীয় সনদে যেসব ৩০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।
ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।
আইন উপদেষ্টা জানান, এই ৩০টি প্রস্তাব গণভোট অধ্যাদেশের সংযুক্তিতে যুক্ত করা হবে।
উপদেষ্টা পরিষদের আরও সিদ্ধান্ত
-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতেই গণভোট অনুষ্ঠিত হবে।
-
সংসদ নির্বাচনের ভোটার তালিকাই গণভোটের ভোটার তালিকা হিসেবে কার্যকর হবে।
-
সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে।
-
গণভোটের ব্যালট সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা থাকবে।
-
সংসদ নির্বাচনে যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিজাইডিং বা পোলিং অফিসার থাকবেন, তাঁরাই গণভোটেও একই দায়িত্ব পালন করবেন।
-
কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হলে প্রিজাইডিং অফিসার ভোট স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি মনে করে কেন্দ্রগুলো বাদ দিলে ফল নির্ধারণ সম্ভব নয়, তখন কেবলমাত্র সেসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে।
-
গণভোটে পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে।
ব্রিফিংয়ে ইসি সচিব আখতার হোসেন জানান, ৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত হবে। ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্টাম্প্যাডসহ প্রয়োজনীয় সব উপকরণ মজুত রয়েছে।
তিনি বলেন, দুই ধরনের ব্যালট ব্যবহৃত হবে—জাতীয় সংসদ নির্বাচনে সাদা কাগজে কালো প্রিন্ট, আর গণভোটের ক্ষেত্রে ব্যবহৃত হবে রঙিন ব্যালট পেপার। প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে গণভোটে অংশ নিতে পারবেন।
















