ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 9

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে নোয়েম বলেন, “আমি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করব না, তবে (ভ্রমণ নিষেধাজ্ঞার) তালিকায় থাকা দেশগুলোর সংখ্যা ৩০টিরও বেশি। প্রেসিডেন্ট নিজে নিয়মিত এই দেশগুলোর অবস্থা পর্যালোচনা করছেন।”

নোয়েমকে জিজ্ঞেস করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন কি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ৩২-এ নিয়ে যেতে চায় কি না। এর জবাবেই তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নোয়েম কোনো দেশের নাম প্রকাশ করেননি। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি ফক্স নিউজকে বলেন, “যদি কোনো দেশ স্থিতিশীল সরকার গঠন করতে না পারে, যদি কোনো দেশ আমাদের বা অন্য কারোর সহায়তা ছাড়া টিকে থাকতে না পারে— সেক্ষেত্রে সেসব দেশের নাগরিকদের আমরা কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবো? আর আমাদের নাগরিকরাই বা কেন সেসব দেশে যাবে?”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াস্বরূপ ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এই ১৯টি দেশ হলো— আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে নোয়েম বলেন, “আমি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করব না, তবে (ভ্রমণ নিষেধাজ্ঞার) তালিকায় থাকা দেশগুলোর সংখ্যা ৩০টিরও বেশি। প্রেসিডেন্ট নিজে নিয়মিত এই দেশগুলোর অবস্থা পর্যালোচনা করছেন।”

নোয়েমকে জিজ্ঞেস করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন কি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ৩২-এ নিয়ে যেতে চায় কি না। এর জবাবেই তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নোয়েম কোনো দেশের নাম প্রকাশ করেননি। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি ফক্স নিউজকে বলেন, “যদি কোনো দেশ স্থিতিশীল সরকার গঠন করতে না পারে, যদি কোনো দেশ আমাদের বা অন্য কারোর সহায়তা ছাড়া টিকে থাকতে না পারে— সেক্ষেত্রে সেসব দেশের নাগরিকদের আমরা কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবো? আর আমাদের নাগরিকরাই বা কেন সেসব দেশে যাবে?”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াস্বরূপ ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এই ১৯টি দেশ হলো— আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।