সংবাদ শিরোনাম :
জনমতের অনলাইন যাত্রা
৫২ বাংলা
- আপডেট সময় : ১২:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
- / 1315
বিগত পঞ্চাশ বছর ধরে যুক্তরাজ্য তথা ইউরোপ প্রবাসী বাংলা ভাষীদের মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা সাপ্তাহিক জনমত আজ থেকে ডিজিটাল প্লাটফর্মে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লন্ডনে জনমত কার্যালয়ে ৫ মে রবিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে জনমতের অনলাইন যাত্রার শুভ উদ্বোধন করেন।
[youtube]FOb54EZ3ZEk[/youtube]

















