লেবাননে আমেরিকান ডলারের মূল্য পাঁচ (৫) হাজার লেবাজিন পাউন্ড ছাড়িয়েছে। এখন ১০০ ডলার কিনতে গেলে গুণতে হবে ৫ লক্ষ লেবানিজ পাউন্ডের অধীক। আজ বৃহস্পতিবার লেবাননে বিভিন্ন লোকাল মানি এক্সচেঞ্জ ঘুরে এমনটি জানা গেছে। গুঞ্জণ উঠেছে আগামী এক সপ্তাহে ছয় (৬০০০) হাজার লেবানিজ পাউন্ড হবার সম্ভাবনা রয়েছে। আর এর চরম প্রভাব পড়েছে দেশের সকল প্রবাসীদের উপর।
লেবাননে ডলার এর মূল্যবৃদ্ধি এছাড়া করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে লক্ষোধিক বাংলাদেশী প্রবাসী।
গত প্রায় ৭/৮ মাসে মার্কিন ডলারের দাম বেড়েছে ৪ গুন, সেই সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। লেবাননের জাতীয় ব্যাংকে মার্কিন ডলারের মূল্য এখনো আগের মূল্যে ১ মার্কিন ডলার সমান দেড় (১৫০০) হাজার লেবানিজ পাউন্ডে অব্যাহত রয়েছে। কিন্ত ব্ইরে বিক্রি হচ্ছে ১ ডলার সমান পাঁচ (৫০০০) লেবানিজ পাউন্ড। তবে ব্যাংকে ডলারের মূল্য দেড় হাজার লেবানিজ পাউন্ড থাকলেও ব্যাংকগুলোতে খরিদের জন্য পাওয়া যাচ্ছেনা ডলার। এতেই নাকাল লেবানন এবং বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এর ভুক্তভোগী হয়ে চাকরী হারিয়েছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী।
এইদিকে ডলারের মূল্য বেড়েছে ৪ গুণ এবং লেবানন ব্যাংকের ডলারের মূল্য এখনো আগের অবস্থায় থাকার ফলে মালিকেরা পূর্বের সরকারী হিসেবেই বেতন পরিশোধ করছে। এতে অল্প আয়ের প্রবাসীরা পাওনা বেতন দিয়ে ঘর ভাড়া পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে খেয়ে ধেয়ে বেঁচে থাকাই এখন লেবানন প্রবাসীদের বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী সাদ হারিরি এক বক্তব্যে বলেন,লেবাননের বর্তমান প্রেসিডেন্ট মিসেল আউনসহ তার সরকার দেশ পরিচালনায় একজন ব্যর্থ সরকার।
লেবাননের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ডলার সংকট সমাধানের কোন পথ দেখা যাচ্ছেনা, দিনের পর দিন ধীরে ধীরে অবস্থা আরও অবনতি হচ্ছে। ফলে বাধ্য হয়ে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকারী বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে লেবাননের জনগন। আন্দোলন পরবর্তীতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র সহ সবকিছুর দাম হাতের নাগালের বাহিরে চলে যাওয়ায় কষ্টে দিন যাপন করছে লাখ লাখ লেবানিজ জনগণ সহ সকল দেশে প্রবাসীরা।