যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১ মে বুধবার পূর্ব লণ্ডনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টাবৃন্দ সর্ব সম্মতিক্রমে ট্রাস্টের ২০২৪-২৬ সালের কার্যকরি কমিটি ঘোষণা করেন।
এর আগে সংগঠনের উপদেষ্টা এনামুল হক সালাম , আজাদ হোসেন, ফয়জুর রহমান ও ফয়সল আহমদ রুহেল সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাজ্য ও বাংলাদেশে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের তথ্য উল্লেখ করে বলেন- এটা খুবই ইতিবাচক দিক যে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কার্যক্রম সমন্বিত পরিকল্পনায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে করোনা মহামারি, সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যা , রমজান ও দুই ঈদে গ্রামের নিডি মানুষদের সহায়তায় অনুকরণীয় মানবিক ও সেবামূলক কাজ করেছে।
উপদেষ্টাবৃন্দ সিরাজুল-আনোয়ারুল-শরিফুল এর নেতৃত্বাধীন কার্যকরি কমিটির সকল কর্মকতা ও ট্রাস্টিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নব গঠিত কমিটিকে অতীতের ধারাবাহিক কার্যক্রমকে অনুসরণ করে আরও বেশী সামাজিক ও মানবিক কাজ করার আহ্বান জানান।
ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন সংগঠনের সকল কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি তুলে ধরে বলেন- সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের পাশে ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি। যুক্তরারেজ্য বসবাসরত জলঢুপ গ্রামের বাসিন্দাদের অর্থনৈতিক সহযোগিতা ও অনুপ্রেরণা দান কৃতজ্ঞ চিত্তে স্বরণে করে তারা বলেন,নব গঠিত কমিটি আগামীতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবীন ও নবীনদের সমন্বয়ে বাংলাদেশে ও বৃটেনে লোক্যাল কমিউনিটি বান্ধব কাজ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন- প্রতিষ্ঠাকালীন কমিটির নির্বাহি সদস্য আলাউদ্দিন ও মাহিদুল ইসলাম সাজু ।
সভার দ্বিতীয় পর্বে ট্রাস্টের উপদেষ্টা এনামুল হক ছালাম ও মো. আজাদ হোসেন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০২৪ -২০২৬ কার্যকরী পরিষদ ঘোষণা করেন-
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০২৪ -২০২৬ কার্যকরী পরিষদ হচ্ছে-
সভাপতি : আব্দুল সালাম দুদু
সহ সভাপতি : নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক : ফয়সল আহমদ রুহেল
সহ সাধারণ সম্পাদক : দেলওয়ার হোসেন
কোষাধ্যক্ষ: ফয়জুর রহমান
সহ কোষাধ্যক্ষ : আলাউদ্দিন
সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ ইব্রাহিম
সহ সাংগঠনিক সম্পাদক: মিরসাদ আহমদ কিবরিয়া
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক : খালেদ আহমদ
সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক : হাসান আলী মুরাদ
নির্বাহী সদস্য:
আনোয়ারুল ইসলাম অভি
শরিফুল ইসলাম রবিন
মাহিদুল ইসলাম সাজু
টিপু সুলতান
জুবের আহমদ মুন্না
উপদেষ্টাবৃন্দ:
এনামুল হক ছালাম
মো. আজাদ হোসেন
মো. সিরাজুল ইসলাম
মো. তাজুল ইসলাম