বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী কমিটির সভা গত ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৪ রোমান রোডের চিলী গার্লীক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ার মহিব উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য সূচী ছিল গত ১৯ জানুয়ারি তারিখে সিলেটে বিভিন্ন স্কুলের গরীব ও মেধাবী ছাত্র -ছাত্রীর মধ্যে এডমিশন ফি বিতরণ অনুষ্ঠান ও সিলেটে একটি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠা।
সভাপতি অবহিত করেন সিলেটের ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০০ ছাত্র ছাত্রীর মধ্যে ২৬ লক্ষ টাকা এডমিশন ফি প্রদান করা হয়। সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও চেয়ার উপস্থিত থেকে তাদের প্রতিষ্ঠানের চেক গ্ৰহন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. মোমেন ও সিলেট পৌর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।
সভাপতি আরও বলেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অফিসে অ্যাটিস্টিক স্কুল নিয়ে সভা হয়, এতে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. মোমেন। সভায় উক্ত স্কুলের জন্য জায়গার প্রয়োজনের কথা উল্লেখ করলে মেয়র সাহেব তাৎক্ষণিক ভাবে সিলেট শহরের সুবিধা জনক স্থানে অনতিবিলম্বে ৬০ ডেসিম্যাল জায়গা প্রদানের প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত সকল সদস্য সভাপতি মহিব উদ্দীন কে সিলেটে নিজে উপস্থিত থেকে উক্ত কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় ধন্যবাদ প্রদান করেন। সভায় বিশেষভাবে ধন্যবাদ প্রদান করা হয় বিসেট উপদেষ্টা কাউন্সিলর সৈয়দ আবুল বাশার কে – তিনি সভাপতির সাথে সার্বক্ষণিক সিলেটে উপস্থিত থেকে সার্বিক বিষয় সমন্বয়ের মাধ্যমে সিলেটের সকল কার্যক্রমকে সফলতা দেন। সভায় ধন্যবাদ প্রদান করা হয় সংগঠনের সেক্রেটারি জামাল উদ্দিন ও ট্রাস্টি মায়েন উদ্দীন আনসারকে, তাদের সুচারু উপস্থাপনায় সিলেটে এডমিশন ফি প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
নির্বাহী কমিটির এ সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ আবুল বাশার, সেক্রেটারি জামাল উদ্দিন, সিরাজ মিয়া, পারভেজ শাহ, আফতার আহমেদ, মানিকুর রহমান, ইন্জিনিয়ার হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল কামাল, মঈনুল হক চৌধুরী, দেলোয়ার হুসেন, জাকারুল ইসলাম, শাহাদ উল্যা, আবুল হোসেন প্রমুখ ট্রাস্টিবৃন্দ।
সভাশেষে চিলি গার্লীক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ট্রাস্টি আবুল হোসেন সবাইকে নৈশভোজে আপ্যায়িত করেন। ( বিজ্ঞপ্তি)