সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে আসছেন। ১১ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ বিমান যোগে সন্ধ্যা চারটায় লন্ডন হিথরো এয়ারপোটে এসে পৌছবেন।
হিথরো এয়ারপোর্টে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন।
যুক্তরাজ্যে সফরকালে তিনি দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যস্থ সিলেটের বিয়ানীবাজারবাসী সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে মতবিনিময় করবেন।
এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন মাধ্যমিক স্কুলে ছাত্রাবস্থা থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি ১৯৯৩ -২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ,বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ছিলেন।১৯৯৪- ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ,বিয়ানীবাজার সরকারী কলেজ শাখার সভাপতি এবং ২০০০- ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ,বিয়ানীবাজার উপজেলার যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেন।
পরবর্তিতে ২০০২ – ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
১৯৯৩ সালে খালেদা জিয়ার দু:শাসনের প্রতিরোধ আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে অমানুষিক নির্যাতনের স্বীকার হয়ে কারাবরণ করেন।
১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মী থাকাকালীন সময় সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্টী’র সদস্য ছিলেন। এছাড়া শালেশ্বর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তার সম্পাদনায় বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে ১৯৯৩ সালে “থামলোনা রক্ত স্রোত”, ১৯৯৪ সালে “শতাব্দীর নক্ষত্র” ও ১৯৯৫ সালে “বঙ্গবন্ধু যার দৃষ্টিতে যেমন” প্রকাশনা বের করেন।
এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি,সিলেট এর সহকারী প্রক্টর।