সিলেট মেট্রোপলিটন ক্লাব ইউকে এর আয়োজনে মঙ্গলবার ১০ই অক্টোবর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন, ক্লাব সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীর উপস্থিত ছিলেন। ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলান আব্দুল কুদ্দুস। ক্লাবের প্রতিষ্ঠাতা ফখরুল আম্বিয়া এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা কবি ফয়েজুল ইসলাম ফয়েজনুর।
অনুষ্ঠানের প্রধান অথিতিকে ফুল দিয়ে বরণ করেন ক্লাব সদস্য যথাক্রমে ফয়জুল ইসলাম ফয়েজনূর, আঞ্জুম আলম, সৈয়দ নায়িম আহমেদ, সৈয়দ সাবির আহমেদ, আশরাফ সর্দার, নাজিম উদ্দীন জুয়েল, বদরুল উদ্দিন রাজু, আসাদ আহমেদ, আবু মাহবুব, সাব্বির চৌধুরী, সাহিন চৌধুরী, দেওয়ান হামদু, আব্দুল্লাহ ফাতানী ও মাহমুদ এবং মানপত্র পাঠ করে ক্লাব সদস্য সাংবাদিক সাদেক আহমেদ বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএ সভাপতি মুনিম আহমেদ ওবিই, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাহনূর খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট ক্যাটারার ও বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও শাহাব উদ্দিন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি তারেক আহমদ, বিলেতের সুপরিচিত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফসা ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ট্রেজারার রুহি আহাদ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা রোকন উদ্দিন, মোহাম্মদ আলী মাসুম, শাহিন চৌধুরী, এলিন চৌধুরী, ইসহাক জিতু, দেওয়ান হামদু, নাজমুল চৌধুরী, ডি এস, মুবিন ইসলাম, সেলিম চৌধুরী, দুলাল আহমেদ, রাজা মিয়া, সাইদা নাসিম কুইনসহ প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যাটারার আব্দুল কুদ্দুস, ব্রিকলেন মসজিদের পরিচালক আঙুর আলী, ট্রেভেল লিংক ইন্টারন্যাশনালের পরিচালক সামী সানাউল্লাহ, পরিচালক মুদির চৌধুরী, বিশিষ্ট ক্যাটারার উজ্জ্বল আহমেদ ও সৈয়দ আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রের কাছে স্মারকলিপির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন ক্লাব ইউকে এর পক্ষ থেকে সিলেট প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হলে মেয়র সানন্দে গ্ৰহন করেন এবং অতি দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে মেয়র কেইক কেটে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্লাব সদস্যদের মধ্যে নিজ হাতে পরিবেশন করেন।