ব্রিটেনের পেশাদার বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশী কমিউনিটির সিনিওর সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরীর মা,বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্নেল মরহুম একলিমুর রেজা চৌধুরীর সহধর্মীনি মোসাম্মৎ আম্বিয়া বেগম চৌধুরী ১০ সেপ্টেম্বর সকালে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার গ্রামের বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঠলী গ্রামে।
মরহুমা গত ৩৩ বছর থেকে ব্রিটেনে বসবাস করে আসছিলেন। চার পুত্র ও এক কন্যার এই জননীর সন্তানরা সাংবাদিকতা, ব্যারিস্টার সহ নানা পেশায় ব্রিটেনে স্বনামখ্যাত।
আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত ও শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।
আল্লাহপাক যেন মরহুমাকে জান্নাতবাসী করেন ও শোকাহত পরিবারবর্গকে এ শোক কাটিয়ে উঠবার শক্তি দেন।
মুনজের আহমদ চৌধুরী ,সিনিওর সহ-সভাপতি।
সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক।
মাহবুবুল করীম সুয়েদ,ট্রেজারার।
(বিজ্ঞপ্তি)