কানাডার টরেন্টো সিটির বাংলা টাউনের ডেন্টনিয়া পার্কে অনুষ্ঠিত হলো এক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের । বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো এর তত্ত্বাবধানে এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় টরেন্টোতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ফুটবলারদের মধ্যে ।
এই ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট এর জন্য মাঠ বুকিং থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে আয়োজনে দায়িত্বে ছিলেন- মারুফ আহমদ, সাইদুর রহমান সায়েম,জুনাইদ আহমদ, মাহিন মো শাহরিয়ার,শাহ মুহাম্মদ নিশাত সহ অনেকে।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সিনিয়র, জুনিয়র সহ সকল সদস্যদের আন্তরিকতা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মারুফ আহমদ। শাহিদুল হাসান জুনেদ ,মিজানুর রহমান,সারোয়ার আহমদ ,মো আহসান ,আশরাফুল হক সামি ,ফরহাদ উদ্দিন ,জুলকিফার আহমদ ফরহাদ সহ অন্যদের উপস্থিতি এই আয়োজন কে সার্থকভাবে সম্পন্ন করতে অনুপ্রাণিত করে।
বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সকল সদস্যদের এই ফুটবল টুর্নামেন্ট অংশ নেয়ার জন্য আহ্বান জানালে আগ্রহী প্লেয়াররা নাম রেজিস্ট্রেশন করেন।
সেখান থেকে মোট তিনটি দলে ভাগ হয়ে লীগভিত্তিকভাবে দিনব্যাপী এই খেলায় অংশ নেন তিনটি দল।
সাব্বির আহমদের নেতৃত্বে বিয়ানীবাজার গ্লাডিয়েটরস এবং রব্বানীর নেতৃত্বে বিয়ানীবাজার আইকন এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় বিয়ানীবাজার গ্লডিয়েটরস। আশরাফ আহমেদের নেতৃত্বে অন্য দলটি ছিল বিয়ানীবাজার বাড্ডিস।
খেলাধুলার পর্ব শেষ হলে বাংলা টাউনের এর উন্দাল রেস্টুরেন্টে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। মনসুর আহমদ,হোসাইন আহমদ সহ সবার উপস্থিতিতে ভোজ পরবর্তী আড্ডায় মেতে উঠেন প্লেয়ার সহ সকল সদস্যরা।
টুর্নামেন্টে অংশ নেওয়া সকল প্লেয়ার ,শুভাকাঙ্ক্ষী এবং ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মাহিন শারিয়ার এবং জুনেদ আহমদ।
ভবিষ্যতে এরকম আরো স্পোর্টস ইভেন্ট আয়োজনের জন্য বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেস্টা আরাফাত বকসি সুমন। তিনি জানান, একসময় বাংলা কমিউনিটিতে একটি টিম করতে যেখানে হিমসিম খেতে হতো, সেখানে আজ বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব প্রথমবারের মতো আন্ত:বিয়ানীবাজার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে টরেন্টোর বুকে ইতিহাস রচনা করলো। এই যাত্রা যেন অব্যাহত থাকে এজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।