শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

একুশ আমার চেতনা- স্লোগানে অঙ্কুর প্রতিযোগিতা সম্পন্ন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইতালি প্রবাসী শিশুদের বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস তথা কৃষ্টি সংস্কৃতি জানাতে অঙ্কুর পরিবার দীর্ঘ ১৩ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারই ধারাবাহিকতায় একুশ আমার চেতনা স্লোগানে অঙ্কুরের দশম প্রয়াস অঙ্কুর প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন হয়েছে।

ইতালির রাজধানীর রোমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রবাসী শিশুরা অংশগ্রহণ করে। বর্ণমালা, আবৃত্তি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রবাসী শিশুরা নিজেদের মতো করে ভাষা আন্দোলন এবং বাংলাদেশকে উপস্থাপন করে।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এবং বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম, সিসিএল’র চেয়ারম্যান ড: মুক্তার হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান আয়োজনের ভূয়সি প্রশংসা এবং সকল শিশুদের মাঝে বাংলা বই বিতরণ করেন। রাষ্ট্রদূত নিজেই প্রবাসী শিশুদের বর্ণমালা শেখান। পাশাপাশি বাংলা এবং বাংলাদেশের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

অঙ্কুর প্রধান ও সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, বাংলার সঠিক ইতিহাস জানানো আমাদের দায়িত্ব আর শিশুদের অধিকার। আর এই আয়োজন, প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলাদেশ নামের বীজ বপন করে দিচ্ছে।

শেষে বিজয়ী সহ সকল শিশুদের পুরস্কার প্রদান করেন রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিবৃন্দ। অঙ্কুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং পুরস্কার পেয়ে শিশুরা অনেক খুশি। এদিকে প্রতিবছর শিশুদের নিয়ে সফল ও সার্থক অনুষ্ঠান উপহার দেয়ার জন্য অভিভাবকরাও আনন্দিত। তারা মনে করেন, অঙ্কুর শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, প্রবাসী শিশু ও বাংলাদেশের মধ্যে একটি শক্ত বন্ধন তৈরি করে দিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন