শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «  

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত



স্পেনের অন্যতম পর্যটন ও বাণিজ্য শহর বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের উদ্যোগে এবং বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহরের প্রাণকেন্দ্র প্লাসা পেদ্রোতে বার্সেলোনা মিউনিসিপ্যাল কর্তৃক স্থাপন করা ভাষা শহীদ স্মৃতিফলকের পাশে তৈরি করা অস্থায়ী শহীদ মিনার ও অনুষ্ঠান মঞ্চে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বিকেল ৫টায় একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরে অস্থায়ী শহীদ মিনারে কাতালোনিয়া ও বার্সেলোনা শহরের স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

বার্সেলোনায় অবস্থিত বাংলাদেশি কনস্যুলেটর অফিসের পক্ষ কনস্যুলেটর রামন পেদ্রো বেরনাউস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া কাতালোনিয়ার স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন, বার্সেলোনা সিটি করপোরেশন, রাজনৈতি সংগঠন ই আর সি, পোদেমোস, বাংলাদেশ আওয়ামী লীগ এন কাতালোনিয়া, বাংলাদেশ যুবলীগ এন কাতালোনিয়া, বাংলাদেশ মহিলা সমিতি এন কাতালোনিয়া, বন্ধুসুলভ মহিলা সংগঠন, মহিলা আওয়ামী লীগ, সান্তাকলমা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এন কাতালোনিয়া, বার্সেলোনা বাংলা স্কুল, সান্তাকলমা বাংলা স্কুল, মাদারিপুর সমিতি এন কাতালোনিয়া, শরিয়তপুর সমিতি এন কাতালোনিয়া, বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনা, সুপারমার্কেট ব্যবসায়ী সমিতি বার্সেলোনা, ভয়েস অব বার্সেলোনা, স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন, ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেনসহ প্রায় ৩০টি সংগঠন।

পুষ্পস্তবক প্রদানের পর বক্তব্য ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির পক্ষে আজিজুল হকের দেয়া শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য এ সময় কাতালোনিয়া ও বার্সেলোনা শহরের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসকে সমুন্নত রাখার এই বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টার ভূয়শী প্রশংসা করে তারা বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন, বার্সেলোনা সিটি করপোরেশনের কাউন্সিলর জরদি রাবাচ্চা, কাতালোনিয়া সংসদ সদস্য জেসিকা গনজালেস, সিটি করপোরেশন কাউন্সিলর সান্তিয়াগো ইবাররা, আনদ্রেস পেরেস, রিপাবলিকান লেফট অব কাতালোনিয়া (ইআরসি)-এর নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন, মার্ক বোররাস, জরদি কাইয়েখো, মারতা, আনজেল।

অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক ৩টি গ্রুপে প্রায় ৩০ জন শিশু বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদ মিনার ও আবহমান বাংলার দৃশ্য বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯জন শিশুকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয় এবং বিজয়ী সনদসহ বিশেষ পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশি শিল্পীদের সম্মলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে শিল্পীবৃন্দ আবহমান বাংলার দেশাত্মবোধক গান, আধুনিক বাংলা গান ও কবিতা আবৃত্তি করা হয়।

প্রবাসের মাটিতে নানার প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এমন সুন্দর ও সফল আনুষ্ঠানিকতার জন্যে আয়োজকদের পক্ষ থেকে বার্সেলোনা তথা কাতালোনিয়াবাসীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং অনুষ্ঠান শেষে বার্সেলোনার বাংলাদেশীদের প্রাণের দাবি একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠায় এমন অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতি, সেই দাবিকে আরো বেগবান ও সফল করবে বলেই দাবি করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন