রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্রেরণা যুব চক্রের শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ
ব্যবস্থাপনায় এম এ ছালাম গ্রুপ অব ট্রাস্ট



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 আয়োজন হোক নিডি মানুষের উপকারে, বিতরণ হোক লোক- চক্ষুর আড়ালে- এই লক্ষ্যকে সামনে রেখে এম এ ছালাম গ্রুপ অব ট্রাস্টের  ব্যবস্থাপনায়  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শারিরীক প্রতিবন্ধীদের  মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মানবিক এই কাজের আয়োজক সিলেট বিয়ানীবাজার উপজেলায় মুক্তবুদ্ধি চর্চা শ্লোগাণে কাজ করা সামাজিক সংগঠন- প্রেরণা যুব চক্র।

সামাজিক ও মানবিক ধারাবাহিক  কাজের অংশ হিসাবে ১৫ জানুয়ারী রবিবার দুপুর ২টায় এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে  বিয়ানীবাজার নয়াগ্রামস্থ মরহুম এম এ ছালামের নিজ বাসায় নিডি মানুষদের হাতে ভালোবাসার এই উপহার প্রদান করা হয়।

প্রেরণা যুব চক্রের সাংগঠনিক সম্পাদক সাব্বির সাহাজাদার সঞ্চালনায়  সভাপতি ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।

বিশেষ অতিথি  ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য খছরুল হক খছরু,পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিল সাইফুল ইসলাম ও এম এ ছালামের বড় জামাতা আতিকুর রহমান।

প্রধান অতিথি মেয়র ফারুকুল হক  প্রেরণা যুব চক্র ও এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর ভূয়সী প্রসংশা করে বলেন, সামাজিক অনুপ্রেরণা ও মানবিক কাজে সংগঠন দুটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। তাদের কাজগুলো প্রকৃত অর্থে সুবিধা বঞ্চিতদের কল্যাণে এবং লোকচক্ষুর আড়ালে ধারাবাহিকভাবে করা হয়-যা অন্যান্য সংগঠনের জন্য  অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

মেয়র এধরণের মানবিক কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়ে বলেন, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করতে গিয়ে তাদেরকে কোনভাবে যেন অমর্যাদা করা না হয়, সেদিকে  সকলের খেয়াল রাখা অত্যন্ত জরুরী। তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদ সদস্য খছরুল হক খছরু বলেন, প্রকৃত নিডি মানুষদের হাতে সেবা সামগ্রী হস্তান্তরের প্রক্রিয়াটি অনুকরণীয়। এই ধরণের উদ্যোগ যত বেশী করে পরিচালিত হবে ততো বেশী  সমাজে কল্যাণ সাধিত হবে।

এ সময় অতিথিরা প্রেরণার প্রতিষ্ঠাতা ও এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য  প্রবাসী  ফখরুল ইসলামের উদ্যোগের প্রসংশা  করে বলেন, এই কাজগুলো অসহায় ও প্রকৃত নিডি মানুষদের মুখে হাসি ফুটিয়েছে।

প্রেরণা যুবচক্রের সভাপতি ফয়জুল আলম সিমাল সকলে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় অতীতের মতো আজকের সেবামূলক কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আগামী দিনের মানবিক ও প্রেরণামূলক কাজে অতিথিবৃন্দ সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

লন্ডনে  EXPLORE BEANIBAZAR প্রদর্শিত হবে ২২ জানুয়ারি

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন