সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম- বহরগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা দেয়া হয়েছে।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান ও হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিফত আলী আহাদ’র সৌজন্যে বিনামূল্যে দিনব্যাপী স্বাসহ্যসেবা বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।
১৮ই ডিসেম্বর , রবিবার চিকিৎসা সেবা ক্যাম্প থেকে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় ২ শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয় ।এবং প্রায় ৩ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল টিমের সার্বিক তত্বাবধানে এবং স্থানীয় সামাজিক সংগঠন এক্টিভ ডেভেলাপার আওই-এর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশিষ্ট কলপোস্কোপিস্ট ডা: সাদিয়া মাহবুবা রিপা, হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খান, হাসপাতালের আর এম ও ডা: কাওসার রহমানসহ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী।
এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্যোক্তাগণসহ ক্যাম্পের যাবতীয় সেবা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সমাজ সেবক হাজী তবারক আলী, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য হাজী মোবারক আলী, কুড়ারবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী ডকল্যান্ড আল আকসা মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় সমাজ সেবক ও রাজনীতিবিদ আলমগীর হুসেন রুনু, বিশিষ্ঠ মুরব্বী ছুনু মিয়া, স্থানীয় ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল খান, বিশিষ্ট মুরব্বী হাজী তাজ উদ্দীন, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন, একটিভ ডেভেলাপার আওই সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ইকবাল আহমদ, আলী আকবর, মুন্না, জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল হানিফ,খালেদ আহমদসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
আগত সেবা প্রার্থীগণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার অনুরোধ জানান।