ইতালি যাওয়ার লোভ দেখিয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে মধ্যপ্রাচ্যে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি এয়ারপোর্ট থানার তরঙ্গ ৩/১, মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ(৩৫)।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানাযায়, দেলোয়ার হোসেন কে ইতালি পাঠানোর লোভ দেখিয়ে ৯লক্ষ টাকা চুক্তি করেন গ্রেফতারকৃত আব্দুল হাফিজ। চুক্তির পর দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন। পরে পাচারকারীরা তাকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যায়। সেখানে বন্দি করে তার পরিবারের কাছে আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ এই চক্র।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে তা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নথিভুক্ত করা হয়৷ (মামলা নং ২৫/২৪.০৮.২২)।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এসআই মহরম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।