শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

মেয়র আমিনুল ইসলাম রাবেলকে গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা



গোলাপগঞ্জ (সিলেট) বাজার বনিক সমিতির পক্ষ থেকে নব- নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর সদরের বাস টার্মিনালে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ এবং ৪নং ওয়ার্ডের সদস্য কাওছার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দ্বিতীয় বারের মত নব-নির্বাচিত গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

তিনি তার বক্তব্যে বলেন, আমি পৌরবাসীর ভোটে নির্বাচিত মেয়র। আপনাদের দেওয়া আমানত রক্ষায় চৌকাদার হিসেবে কাজ করে যাব। অতীতের ন্যায় সম্মানীত ব্যাবসায়ীদের ন্যায্য দাবী আদায়ে এবং কল্যানে সর্বাধীক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি এবং এ ধারা অব্যাহত থাকবে।অতীতের ন্যায় আমার পৌরবাসীর সকল নাগরিকদের যে কোন প্রয়োজনে সম বন্টনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে যে কোন ধরনের সেবা নিশ্চিত করব এটা আমার অঙ্গীকার। বিশেষ করে ঐতিহ্যবাহী আমাদের গোলাপগঞ্জ বাজারের সুষ্ট পরিবেস রক্ষায় আমি দৃড় প্রতিজ্ঞ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ৭নং ওয়ার্ডের চতুর্থ বারের মত নির্বাচিত কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল।;গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুবিন আহমদ শাকিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এম ফজলুল আলম, ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম, মহিলা কাউন্সিলার মনোয়ারা ফেরদৌস মনাক্কা, ৮নং ওয়ার্ড কাউন্সিলার ফারুক আলী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, ১নং ওয়ার্ড সদস্য আফতাব আলী, ২নং ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ , রিক্সা সমিতির সভাপতি আব্দুল হান্নান হানু, গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি সেবুল আহমদ, মৎস্য বাজার সমবায় সমিতির সভাপতি ইজ্জাদ আলী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, হাজ্বী টুনু মিয়া, ব্যবসায়ী আজমল আলী।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সহ-সাধারন সম্পাদক আজাদুর রহমান সিপার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জবান আলী, বাজার বনিক সমিতির ১নং ওয়ার্ড সদস্য আবিদ আহমদ, ২নং ওয়ার্ড সদস্য মাসুম আহমদ, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ ভিতর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজ্জাদ আলী, খুকন আহমদ, মারুফ আহমদ, ব্যবসায়ী সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, কাঁচা বাজার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, ব্যবসায়ী ছয়ফুল হক কফ, সৈয়দ আবু জাহিদ ছিদ্দিকী, রুফন আহমদ জায়েদ-সহ বাজারের সর্ব স্তরের ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি মেয়র আমিনুল ইসলাম রাবেলের হাতে সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন মার্কেট ব্যবসায়ীরা প্রিয় মেয়রকে ফুল দিয়ে বরন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন