শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «   হ্যাকনি সাউথ ও শর্ডিচ আসনে এমপি প্রার্থী শাহেদ হোসাইন  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়  » «   মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত  » «   ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত  » «   কানাডায় সিলেটের  কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও আশার আলো  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনে ঢাকা ফ্রুতাস (Frutas) এর ১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেনে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’ (Frutas)এর ১৬ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুন) মাদ্রিদে স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও ‘ঢাকা ফ্রুতাস’ এর সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

‘ঢাকা ফ্রুতাস’(Frutas) এর কর্ণধার আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং সাঈদ আনোয়ার ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেন, স্পেনে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সাফল্যে কেবল নিজেরাই লাভবান হচ্ছেন না, পাশাপাশি দেশে নিজেদের পরিবার তথা বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহের উর্ধ্বগতি চলমান থাকায় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে নিজে বাংলাদেশের প্রতিনিধি হলেও সত্যিকার অর্থে প্রবাসীরাই বাংলাদেশের এক একজন প্রতিনিধি। তিনি বাংলাদেশিদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রবাসীরাও গর্বিত অংশীদার উল্লেখ করেন। তিনি স্পেন প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারও প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে প্রণোদনা দিচ্ছে। আসন্ন অভিবাসী দিবসে স্পেন থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে ঢাকা ফ্রুতাস(Frutas) এর কর্ণধার আল আমিন মিয়া বলেন, সততা, নিষ্ঠা আর কর্মস্পৃহা নিয়ে এগিয়ে আসলে যেকোন ব্যবসায় সফল হওয়া যায়। তিনি তার ব্যবাসা প্রতিষ্ঠানকে কেবল আর্থিক উন্নয়নের মাঝেই সীমাবদ্ধ নয়- উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠান থেকে প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। তিনি তার ব্যবসায়ী সাফল্যে প্রতিষ্ঠানের সকল সদস্যের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল, মাদ্রিদের বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোররশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেন পাটোয়ারী, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, বৃহত্তর ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি হেমায়েত খান, কমিউনিটি নেতা এস এম আহমেদ মনির, সাইফুল মুন্সী ইকবাল, শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমূখ।

অনুষ্ঠানে ঢাকা ফ্রুতাস(Frutas) এর ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যাফল ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৫জন সদস্যকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওমরাহ হজ্ব পালনের জন্য নির্বাচিত করা হয়। প্রতিবছরই ৫জন সদস্যকে প্রতিষ্ঠানের অর্থায়নে হজ্বে প্রেরণ করা হবে বলে ঢাকা ফ্রুতাস এর কর্ণধার আল আমিন মিয়া ঘোষণা দেন।

প্রসঙ্গত, স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ফলমূলের প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রতাস’ এর ৬০টি শাখা রয়েছে, যেখানে ২৭০ জন কর্মকর্তা কর্মচারি নিয়োজিত রয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিও এ প্রতিষ্ঠানে কাজ করছেন। ২০২১সালে স্থানীয় একটি জরিপে মাদ্রিদে ফলমূলের বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ‘ঢাকা ফ্রুতাস’ তৃতীয় স্থান অর্জন করে, যা স্থানীয় সংবাদমাধ্যমে বহুল প্রচারিত হয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন