ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩জানুয়ারী) সকাল ১২টায় বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ বলেন শিক্ষা মানুষকে উন্নত শিখরে নিয়ে যায়। শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মোঃ আব্দুর রউফ, স্কুলের অভিভাবক প্রতিনিধি কামরান আহমদ, এহসান আহমদ রাজু, বিদ্যালয়ের অভিভাবক জ্যোতিষ তালুকদার, বাছিত আহমেদ, ইবাদুর রহমান।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের সিনিয়র শিক্ষিকা স্বপ্না রানী শর্মা। হারুন বেগম, কুলসুমা বেগম, মিতালী রানী চন্দ, মিনু বেগম, রুপা তালুকদার প্রমুখ।