সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ আষ্টসাঙ্গন যুবসমাজের উদ্যোগে আষ্টসাঙ্গন জামে মসজিদে পবিত্র রমজান মাসে দুই দিন ব্যাপি এক কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জলঢুপ আষ্টসাঙ্গন গ্রামের প্রায় ৫০জন শিশু-কিশোর অংশ গ্রহন করে।
২৯ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা আষ্টসাঙ্গন জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিযোগিতার শেষ দিনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণের মাধ্যমে এই কার্যক্রমটি শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন ১১ নং লাউতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান, ফ্রান্স প্রবাসী মকবুল হোসেন, মুক্তাদির হোসেন ও শামীম আহমদ। গ্রামের প্রবীন ব্যক্তিত্ব বাবুল ইসলাম, শাহাবুদ্দিন ও জলিল আহমেদ। যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুহেল আহমদ, শরীফ আহমদ ও আক্তার হোসেন প্রমুখ।
কেরাত প্রতিযোগিতায় ৬জন, আজান প্রতিযোগিতায় ৬ জন ও গজল প্রতিযোগিতায় ৬ জন কে বিশেষ পুরস্কার হিসাবে ক্রেস্ট, খাতা ও কলম উপহার হিসাবে প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে অনুপ্রেরণামূলক খাতা ও কলম উপহার দেয়া হয়।
এছাড়াও প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্ব পালনকারী মসজিদের ঈমাম লুৎফর রহমান, মোয়াজ্জিন খয়রুল ইসলাম, ইমাম আনোয়ার হোসেন এবং মুরাদ হোসেন, ক্বারী সাকিব আহমদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।