স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় দেশ রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতারে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্বে ও মো. হুমায়ূন কবির রিগ্যান এর পরিচালনায় ইফতার পূর্ববর্তী ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতারে অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির আফসার হোসেন নিলু, সুরমান আলী, ফয়জুর রহমান সেবুল, সহীদুল ইসলাম ইকবাল, রাজা মিয়া, হারুন মিয়া, চুনু মিয়া, কামাল মিয়া, সামছুল ইছলাম, আজহার, আয়াছ মিয়া, শিপন আহমদ, রেদোয়ান মিয়া, লাভলু মিয়া, মিশু মিয়া, রউফ মিয়া, জাকির হোসেন প্রমূখ।
ইফতারপূর্ব বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান। পরে দেশিয় খাবারে ইফতার পরিবেশন করা হয়।