সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাই থেকে চট্টগ্রাম রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। দুবাই-চট্টগ্রাম রুটে সপ্তাহে প্রতি শনিবার ও মঙ্গলবার দুটি ফ্লাইট পরিচালনা করবে।
আগামী ২৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই অফিস থেকে প্রেরিত রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত মঙ্গলবার এ অনুমতি দেওয়া হয়।