ইন্টারনেট ফেসবুকের যুগেও সাহিত্য চর্চা ঘুনে ধরা সমাজ বিনির্মাণে হাতিয়ার হিসেবে কাজ করে। সমাজের অবক্ষয় অসঙ্গতি রুখতে ইন্টারনেটের পাশাপাশি সাহিত্য চর্চা ও বই পড়ার অভ্যাস করতে হবে সকলের।
গত ৩রা মে শুক্রবার বিকেলে পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে বিয়ানীবাজার স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়জনে কবি আতাউর রহমান আফতাব রচিত “ফাগুন এসে গেছে” এবং কবি বিদ্যুৎ রঞ্জন দেবনাথ রচিত “ভালবাসি ছড়ার হাসি” বইয়ের প্রকাশনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।
স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকিত মুহাম্মদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা লেখক আব্দুল মালিক ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ফয়জুর রহমান, সিপিবি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কবি আতাউর রহমান আফতাব, কবি বিদ্যুৎ রঞ্জন দেবনাথ, গোবিন্দ শ্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল আহাদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য্য, স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি পাতন-২ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম সাংবাদিক মুকিত মুহাম্মদ, আহমদ হোসেন খান, আশরাফ আলী, কামাল হোসেন আল মাথহুরী, আব্দুল হাছিব চৌধুরী প্রমূখ।