বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, করোনা মহামারীতে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের চলতে হবে। যারা এই মহামরীতে আক্রান্ত হয়ে মারা গেছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা অসুস্থ রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে আওয়ামীলীগ সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একসাথে ৪০টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সহ সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। দীর্ঘ করোনাকালীন দূর্যোগময় এ সময়েও নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। এরআগে অনুষ্ঠানের শুরুতে ৮কোটি টাকা ব্যয়ে বাঘা বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধূরী, সহ সভাপতি জহির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহিদুর রহমান যাবেদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ,উপজেলা আওয়ামীলীগের জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, খায়রুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধূরী, সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক মাহফুজ আহমদ চৌধূরী,
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ছলমান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, বিঞ্জান ও প্রযুক্তি সম্পাদক এম এ মুহিত হীরা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ,সদস্য মাহতাব উদ্দিন জেবুল, নুরুল ইসলাম, আব্দস সামাদ, ক্বারী তোফায়েল আহমেদ জিলু, কামাল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়া আওয়ামীলীগের সহ- সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, আওয়ামীলীগ নেতা কফি চৌধুরী,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা আজমল হোসেন মনি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলি, ছাত্রলীগ নেত শিপলু, মতিউর রহমান মতি, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সভাপতি মঞ্জিল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, মছুফ আহমদ, আলমগীর আহমদ, সাংবাদিক মাহমুদুল হাসান বাচ্ছু, খালেদ হোসেন, সুলতান আবু নাসের, ছাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, জয় রয় হীমেল, ফারহান মাসুদ আফছর, জাকারীয়া আবুল, ফাহিম আহমদ, সাইদুল ইসলাম মাহের, রাজ্জাক আহমদ, পিয়াস পাল প্রমুখ।
পরে এমপি উপজেলার ঢাকাদক্ষিণে ১কোটি ৯লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সেচ ইউনিট কাম ফার্মাস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। এরআগে বুধবার সকাল ১০টায় ২কোটি ৯৩লক্ষ টাকা ব্যয়ে উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক জাহেদ আহমদ ও এহসানুল হকের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়াও সড়ক উন্নয়ন/প্রসস্থকরণ, প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনসহ দিনব্যাপী ৬৫কোটি ৩লক্ষ ৯৯হাজার টাকা ব্যয়ে নানা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।