সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইনের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজকর্মী,নরসিংদী জেলার পলাশ উপজেলা ধনার চরের কৃতি সন্তান, হারুনুর রশিদের মালিকানাধীন হুর সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩জুন রোজ বৃহস্পতিবার রাত ৯টায় উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান,বিশেষ অতিথি দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মানোয়ার হুসেন।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্পন্সর রাসেদ আলী মোলাতন সেইফ,দুবাই বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট জনাব আইয়ুব আলী বাবুল,সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অনুকুল রাম,শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাওছার,উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম বেপারী,শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আউয়াল,উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলাম,সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,উম্ম আল কোয়াইনে বিশিষ্ট ব্যবসায়ী কাজি হাবিবুর রহমান টিপু,উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু ও অন্যান্য রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ।
উপস্থিত প্রধান অতিথি দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান ও প্রথম সচিব ফকির মানোয়ার হুসেন ও স্পন্সর জনাব রাসিদ আলি মোলাতন সেইফকে ফুলের তোরা দিয়ে বরণ করেন ,হুর সুপার মার্কেটের মালিক হারুনুর রশিদের ছেলে মাহফুজুর রহমান সেইফ।
অতিথি বৃন্দ হুর সুপার মার্কেটের উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং সেবার মান বজায় রাখান অনুরোধ জানান।