খুলনা ডুমুরিয়া উপজেলায় ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনা’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফজিলত কে সামনে রেখে কুয়েত প্রবাসী ও ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনার সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় মাগুরাঘোনা ইউনিয়নের ৭ টি কওমি মাদ্রাসা ও হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় ৭ টি কওমি মাদ্রাসায় গরীব অসহায় মেধাবী ছাত্রদের মাঝে বাংলা অর্থ সহ ৫ কপি পবিত্র কোরআন শরিফ, হেফজ কোরআন ৪১ কপি ও ২০ টি তসবিহ প্রদান করা হয়। সর্বমোট ৪৬ টি পবিত্র কোরআন শরিফ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে অবস্থিত কওমি মাদ্রাসা ও হেফজখানার জন্য চাহিদা অনুযায়ী ৪৬ কপি কোরআন শরিফ প্রদান করা হয়।
জানা গেছে, স্থানীয় যুবকদের উদ্যোগে গড়েু উঠা স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সদস্য ও শুভাকাঙ্কিদের আর্থিক সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় স্থানীয় মাদ্রাসার হেফজখানার ছাত্রদের জন্য পবিত্র রমজান মাসে কোরআন শরীফ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।